২৮ ফেব্রুয়ারি ব্রিগেড বাম-কংগ্রেসের

চূড়ান্ত হওয়ার পথে বাম-কংগ্রেস জোট

আগামী ২৮ ফেব্রুয়ারিই বিগ্রেড সমাবেশের দিন ধার্য করল বাম-কংগ্রেস জোট। বৃহস্পতিবার দুপুরে সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ফেসবুক পেজ থেকে ২৮ তারিখ ব্রিগেডের কথা ঘোষণা করে একটি পোস্টার প্রকাশ করা হয়। যদিও প্রকাশিত পোস্টারে শুধু ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদীর) নামই লেখা রয়েছে। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর চৌধুরী জানান, তাঁদের সম্মতিতেই ব্রিগেডে জনসভার ডাক দেওয়া হয়েছে।

২০১৬ বিধানসভা ভোটে জোট করেছিল বাম-কংগ্রেস। সেবার যে দল যেখানে জিতেছিল, সেই দল একুশের ভোটে সেখানে প্রার্থী দেবে, এই শর্তেই বৃহস্পতিবার বাম-কংগ্রেস জোটের ১৯৩ টি আসনের রফা হয়েছে। এখনও ১০১টি আসন নিয়ে আলোচনা বাকি। সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে বাকি আসন নিয়ে চূড়ান্ত রফা হয়ে যাবে।

গত লোকসভা ভোটে জোট ভেঙে যাওয়ার পর রাজ্যজুড়ে বামেদের ভরাডুবি হয়।

লকডাউনে শ্রমজীবী ক্যান্টিনের মত বেশ কিছু কর্মসূচির ফলে সিপিএম কিছুটা হলেও লড়াইয়ে ফিরে এসেছে বলে দাবি আলিমুদ্দিন স্ট্রিটের। অন্যদিকে, কৃষি আইন সহ একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকার কিছুটা ব্যাকফুটে। এই পরিস্থিতিতে বাম-কংগ্রেস জোট একুশের ভোটে কতখানি প্রভাব ফেলতে পারে এখন সেটাই দেখার।

Comments are closed.