হাত ধরা বা প্যান্ট খুলে রাখা যৌন নির্যাতন নয়! ফের বিতর্কিত রায় বম্বে হাইকোর্টের

ফের যৌন নির্যাতন নিয়ে বিতর্কিত রায় দিল বম্বে হাইকোর্ট

ফের যৌন নির্যাতন নিয়ে বিতর্কিত রায় দিল বম্বে হাইকোর্ট। কয়েকদিন আগেও শিশুদের যৌন নির্যাতন নিয়ে একটি বিতর্কিত রায় দিয়েছিল বম্বে হাইকোর্ট। সেই রায়ের ওপর স্থগিতাদেশ  দেয় সুপ্রিম কোর্ট। এরপর ফের যৌন নির্যাতন নিয়ে বিতর্কিত রায়দান বম্বে হাইকোর্টের।

বৃহস্পতিবার বম্বে হাইকোর্টের বিচারপতি যৌন নির্যাতন সংক্রান্ত একটি মামলার রায়দান করতে গিয়ে বলেন, প্যান্ট খুলে রাখা অথবা যৌনাঙ্গ দেখানো যৌন নির্যাতনের মধ্যে পড়ে না। এদিন রায়দানে আরও বলা হয়, জোর করে হাত ধরে রাখলেও তা যৌন নির্যাতন নয়। নাগপুর বেঞ্চের বিচারপতি পুষ্পা গানেদিওয়ালার এই রায়দানের পরেই বিতর্ক তৈরি হয়। সূত্রের খবর, ৫০ বছরের এক ব্যক্তি পাঁচ বছরের শিশু কন্যাকে জোর করে হাত ধরে রাখার পর প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখায়। সেই অপরাধে বম্বে হাইকোর্ট ১ বছরের সশ্রম কারাদণ্ড দেয় অভিযুক্তকে।

কয়েকদিন আগেই বম্বে হাইকোর্ট জানিয়েছিল, জামা-কাপড়ের ওপর দিয়ে শিশুদের গোপনাঙ্গে হাত দিলে তা যৌন নির্যাতন নয়। এই নিয়ে দেশজুড়ে শোরগোল পড়ে যায়। বুধবার সেই রায়ের উপরে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চের তরফে মামলায় রায়ে বলা হয়, বম্বে হাইকোর্টের এই রায়দানে বিপজ্জনক ফল হতে পারে। এরপরেই ফের যৌন নির্যাতন নিয়ে বিতর্কিত মন্তব্য বম্বে হাইকোর্টের।

Comments are closed.