চলে গেলেন সত্যজিৎ রায়ের সিনেম্যাটোগ্রাফার সৌমেন্দু রায়। বর্ষীয়ান এই চিত্র গ্রাহকের প্রায়ণে শোকস্তব্ধ টলিউড। দীর্ঘদিন অস্টিওআর্থারাইটিসে ভুগছিলেন। বুধবার সকালে প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৯১ বছর। পথের পাঁচালি থেকেই সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ শুরু। সেই সময় আরেক কিংবদন্তি চিত্রগ্রাহক সুব্রত মিত্রের সহকারী ছিলেন। পরবর্তী সময় সত্যজিৎ রায়ের ১৫টি ছবিতে সিনেম্যাটোগ্রাফার ছিলেন সৌমেন্দু রায়।
অস্টিওআর্থারাইটিস ধরা পড়ার পর দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। হাঁটাচলা এক প্রকার বন্ধ ছিল। বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৬১ সালে রবীন্দ্রনাথকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্রে ও ‘তিনকন্যা’ ছবিতে মূল সিনেম্যাটোগ্রাফার হিসাবে কাজ শুরু করেন তিনি। সত্যজিৎ রায় ছাড়াও তরুণ মজুমদার, তপন সিংহ, বুদ্ধদেব দাশগুপ্ত সহ একাধিক পরিচালকের সঙ্গে কাজ করেছেন। বহু পুরস্কারের পাশাপাশি পেয়েছেন জাতীয় পুরস্কারও। দীর্ঘদিন রূপকলা কেন্দ্রের সিনেম্যাটোগ্রাফি বিভাগের প্রধান ছিলেন সৌমেন্দু রায়।
Comments are closed.