LIVE মমতা: আমার লজ্জা করে যা চেয়েছে তাই দিয়েছি, বেইমান সব, নারায়ণগড় থেকে অধিকারী পরিবারকে কটাক্ষ মমতার
হাতে রক্তের দাগ লেগে আছে অমিত শাহের
সাংবাদিকদের কিনে নিয়েছে
কথা না শুনলে চাকরি চলে যাচ্ছে
নির্বাচন কমিশন এখন শাহ কমিশন হয়ে গিয়েছে
গুণ্ডা দিয়ে গুণ্ডামি করলেই ভোট দখল করা যায়না
মা-বোনেরা একজোট হয়ে যাও
তোলাবাজরা সব টাকা খেয়ে নিয়েছে
টাকা দিয়ে গুণ্ডা পুষছে
এত টাকা দিয়ে কী করবে?
সোনার তরকারী খাবে, রুপোর চচ্চরি খাবে
যা চেয়েছিল সব দিয়েছি, বেইমান সব
কী কী দুর্নীতি করেছে, সব জানি
আগমী দিনে দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে যাবে