নির্বাচনের কাজে ব্যস্ত আছেন মলয় ঘটক, কয়লাকাণ্ডে ফের ইডি দফতরে হাজিরা এড়ালেন মন্ত্রী

ইডি দফতরে হাজিরা এড়ালেন মন্ত্রী মলয় ঘটক। দিল্লির ইডির দফতরে বৃহস্পতিবার হাজিরা দেওয়ার কথা ছিল রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের। কিন্তু এদিন ইডি দফতরে একটি মেল করে তিনি জানিয়ে দেন তিনি যাচ্ছেন না। মেলে তিনি জানিয়েছেন, রাজ্যে একাধিক জায়গায় ভোট রয়েছে। তাই নির্বাচনের কাজে জন্য ব্যস্ত আছেন তিনি।

কয়লাকাণ্ডে ইডি বাংলার মন্ত্রী মলয় ঘটককে তলব করে। এর আগের হাজিরাও এড়িয়েছেন তিনি। তাঁকে কলকাতায় এসে জিজ্ঞাসবাদ করতে পারেন ইডি আধিকারিকরা বলে জানিয়েছিলেন মলয় ঘটক। এরপর বৃহস্পতিবার সকালে তাঁকে দিল্লির ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়। কিন্তু সেই হাজিরাও এড়িয়ে গেলেন মলয় ঘটক।

কয়লা পাচারকাণ্ডে এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাপদ অভিষেক ব্যানার্জিকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরপর রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করে ইডি। ভোটের আগে ইডি, সিবিআইকে কাজে লাগাচ্ছে বিজেপি বলে অভিযোগ করেছিলেন মমতা ব্যানার্জি। আর সেই কারণেই অভিষেক ব্যানার্জি, মলয় ঘটককে তলব করেছে ইডি। অন্যদিকে আইকোর মামলায় পার্থ চ্যাটার্জিকে তলব করছে সিবিআই।

Comments are closed.