পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে পায়ে হেঁটে চলেছেন মালদার মেয়ে, একমাসে পাহাড় থেকে সাগরে পৌঁছানোর লক্ষ্য

উত্তরাখণ্ডের জোশীমঠের দুরাবস্থার পর বাংলার দার্জিলিং, কালিম্পং এর ভবিষ্যত নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। এই অবস্থায় পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে পায়ে হেঁটে চলেছেন মানসী বিশ্বাস।

বাংলার কোনও প্রান্তে যেন গাছ কাটা না হয় এবং নতুন গাছ লাগানোর বার্তা নিয়ে পাহাড় থেকে সমুদ্র হাঁটছেন মালদার এই মেয়ে। এক মাসে মধ্যে পায়ে হেঁটে টাইগার হিল থেকে বকখালি সমুদ্রে পৌঁছানোর লক্ষ্য নিয়েছেন মানসী। শুক্রবার মুর্শিদাবাদ জেলায় এসে পৌঁছেছেন মানসী। পিঠে ভারতের পতাকা। বুকে প্ল্যাকার্ডে পরিবেশ সচেতনতার বার্তা লেখা। শুক্রবার সকালে মানসী মুর্শিদাবাদের ফারাক্কার রাস্তায় এসে পৌঁছাতেই সাধারণ মানুষ তাঁকে সংবর্ধনা জানান।

মানসী জানান, ভূমিক্ষয়ের যেসব ঘটনা ঘটেছে, এর প্রধান কারণ অনিয়ন্ত্রিতভাবে গাছ কাটা। ম্যানগ্রোভ অরণ্যও যাতে সুরক্ষিত থাকে সেদিকেও নজর দিতে হবে। তাঁর কথায়, আমি আশা করি সাধারণ মানুষ আমাকে দেখে অনুপ্রাণিত হবে। পরিবেশ রক্ষার বিষয়ে তাঁরা সচেতন হয়ে উঠবেন।

Comments are closed.