সৌদি সুপার কাপ থেকে বিদায় রোনাল্ডোর ক্লাবের; কোচের তোপের মুখে CR7 

সৌদিতেও কড়া চ্যালেঞ্জ-এর মুখে রোনাল্ডো। এশিয়াতে তাঁর সূচনাটা ভালো হল না। সৌদি সুপার কাপ থেকে বিদায় নিতে হয়েছে রোনাল্ডোর ক্লাব আল নাসেরকে। বৃহস্পতিবার প্রতিপক্ষ আল ইত্তিহাদের কাছে ৩-১ ব্যবধানে হারে আল নাসের। এবং হারের জন্য সিআর সেভেনকেই কার্যত দায়ী করেছেন আল নাসেররের কোচ রুডি গার্সিয়া।

খেলার শেষে কোচ রুডি গার্সিয়া সাংবাদিক বৈঠকে বলেন, প্রথমার্থে রোনাল্ডো একটি সুযোগ মিস করেছেন। ওটা না হলে হয়তো ম্যাচের ফলাফল অন্যরকম হত।

ম্যাচের প্রথমে আল ইত্তিহাদের হয়ে গোল করেন রোমরিনহো। যদিও এরপরেও ম্যাচের সমতা ফেরানোর সুযোগ আসে রোনাল্ডোর কাছে। কিন্তু তিনি তা মিস করেন। এছাড়াও ম্যাচে সে অর্থে ছাপ ফেলতে পারেননি পর্তুগিজ তারকা। অন্যদিকে এদিন দুরন্ত ফর্মে ছিল আল ইত্তিহাদের। দ্বিতীয়ার্ধে বাকি দুটো গোল করে ইত্তিহাদের। দ্বিতীয়ার্ধে আল নাসেরের হয়ে একটি মাত্র গোল করেন ট্যালিস্কা।

উল্লেখ্য, সৌদির হয়ে সৌজন্য ম্যাচে পিএসজি’র বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন রোনাল্ডো। সে অর্থে এশিয়াতে সূচনাটা বেশ ভালো ছিল তারকা ফুটবলারের। তবে সৌদি সুপার কাপ থেকে আল নাসেরের বিদায় রোনাল্ডোকে বেশ কিছুটা চাপে রাখবে বলেই অনেকে মনে করছে।

Comments are closed.