প্রথম দফার ভোটের দিনই বৃহস্পতিবার দার্জিলিংয়ে মমতা-অমিত শাহ

প্রথম দফার ভোটের দিনই দার্জিলিংয়ে সরাসরি সন্মুখ সমরে তৃণমূল এবং বিজেপি।
একদিকে যখন কোচবিহার এবং আলিপুরদুয়ার কেন্দ্রে ভোটগ্রহণ চলছে, তখন উত্তরবঙ্গের প্রচারে এই মুহূর্তে দার্জিলিংয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই দার্জিলিং চকবাজারে সমাবেশ করবেন তৃণমূল নেত্রী। তার কিছু পরেই কালিম্পংয়ে সমাবেশ রয়েছে বিজেপির সর্ব ভারতীয় ভাপতি অমিত শাহর।
দার্জিলিং লোকসভাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়ছে অনেকদিন ধরেই। একাধিক মামলার জেরে পাহাড়ছাড়া বিমল গুরুং। অন্যদিকে, এক সময়ের গুরুত্বপূর্ণ মোর্চা নেতা বিনয় তামাং দল ছেড়ে তৃণমূলের সহায়তায় জিটিএ’র দায়িত্বে। এই অবস্থায় মোর্চার বিধায়ক অমর রাইকে এই লোকসভার প্রার্থী করেছে তৃণমূল। প্রার্থী বদল করেছে বিজেপিও। ইতিমধ্যেই এই লোকসভা কেন্দ্রে এক দফা প্রচার করে গিয়েছেন নরেন্দ্র মোদী। পালটা মিটিং করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবার পাহাড়ে ফের দ্বিতীয় দফার প্রচারে তৃণমূল এবং বিজেপি।

Comments are closed.