রক্তের হোলি নয়, রঙের হোলি খেলুন, প্রাক্ হোলির অনুষ্ঠান থেকে ঐক্যের বার্তা মমতার, কটাক্ষ বিজেপিকে

মোদী সরকারের ‘আচ্ছে দিন’ স্লোগানের পরিবর্তে, দেশে ‘সাচ্চে দিন’ নিয়ে আসার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ইন্টারন্যাশনাল মাড়ওয়ারি ফেডারেশনের প্রাক্ হোলির অনুষ্ঠান থেকে বিজেপিকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সেই ধর্মে তাঁর বিশ্বাস নেই যাতে রাজনীতির রঙ চড়ানো হয়। মমতার অভিযোগ, কেউ কেউ বাংলার বদনাম করছে, অভিযোগ করছে এ রাজ্যে নাকি ‘পুজো’ করা যায় না! মমতার কটাক্ষ, কপালে সিঁদুর টানলেই ভক্ত হওয়া যায় না। ছট পুজো থেকে দুর্গাপুজো সব ধর্মের উৎসব এ রাজ্যেই সবচেয়ে ভালোভাবে পালিত হয়, দাবি মমতার। প্রত্যেক ধর্মকে ভালোবাসা, প্রত্যেক মানুষকে ভালোবাসা, প্রত্যেক মহিলাকে সম্মান করাই ভারতীয় সংস্কৃতি, বার্তা মুখ্যমন্ত্রীর।
বিজেপি সরকারকে আক্রমণ করে মুখ্যমন্ত্রীর বার্তা, এঁরা যতদিন আছে সামলে থাকুন। তাঁর অভিযোগ, সবাই এখন ভয়ে ভয়ে থাকেন, কখন ইডি আসবে, কখন সিবিআই আসবে। দেশের নেতাকেও এখন সাধারণ মানুষ ভয় পান, নাম না করে মোদীকেও এদিন আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বিজেপি নিজেদের অতি হিন্দু প্রমাণ করার চেষ্টা করছে বলেও এদিন অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে তাঁর চ্যালেঞ্জ, পারলে মন্ত্রোচ্চারণের প্রতিযোগিতায় নামুন, দেখি কেমন পারেন।

 

Comments are closed.