আমি নরেন্দ্র মোদী নই, বাঘিনী-বিতর্কে মিথ্যে ছড়ালে মানহানির মামলা করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

তাঁর জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা বাঘিনী ছবি নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে তৃণমূল নেত্রী বললেন, কোনও বায়োপিকের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। কয়েকজন তরুণ-তরুণী কিছু গল্প জোগাড় করে তা নিয়ে ছবি বানালে, সেটা তাদের ব্যাপার। আমাদের সঙ্গে তার কী সম্পর্ক! মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে লেখেন, আমি নরেন্দ্র মোদী নই। এই মিথ্যে ছড়ানোর বিরুদ্ধে মানহানির মামলা করতে তাঁকে যেন বাধ্য না করা হয়, বলেও বার্তা মুখ্যমন্ত্রীর।

৩ রা মে, বাঘিনী ছবিটির মুক্তি পাওয়ার কথা। কিন্তু সিপিএম-বিজেপির অভিযোগ, এতে নির্বাচনী বিধি ভঙ্গ হবে। সেই কারণে কমিশনের দ্বারস্থ হয়ে তাদের আর্জি, বন্ধ করতে হবে ছবির মুক্তি। বেশ কিছুদিন ধরে বাঘিনী ছবির মুক্তি নিয়ে বিতর্ক চললেও তা নিয়ে কোনও মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী। প্রথমবার মুখ খুললেন বুধবার, ট্যুইটের মাধ্যমে।

Comments are closed.