CBI আগে প্রধানমন্ত্রীর অধীনে ছিল, এখন স্বরাষ্ট্র মন্ত্রকের; এজেন্সি ইস্যুতে মন্তব্য মুখ্যমন্ত্রীর, তোপ দাগলেন গেরুয়া শিবিরকেও 

সোমবার ইডি সিবিআই ‘অতি সক্রিয়াতা’ প্রস্তাব ঘিরে সরগরম হয়ে উঠল বিধানসভা। এজেন্সি ইস্যুতে বিরোধী শিবিরকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, আমি বিশ্বাস করিনা এসব প্রধানমন্ত্রী করছেন। এসব চক্রান্ত বিজেপি নেতারা করছেন। তাঁর বক্তব্যের ব্যাখ্যা করতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, সিবিআই আগে প্রধানমন্ত্রীর অধীন ছিল। এখন স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। 

এদিন দুর্নীতি ইস্যুতে গেরুয়া শিবির এবং সেই সঙ্গে শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ শানান তৃণমূল নেত্রী। শুভেন্দুর নাম না করে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, চোরদের গ্রেফতার করলে আপত্তি নেই। কিন্তু সব চোরের বিরুদ্ধে একই নিয়ম থাকতে হবে। তুমি বিজেপি করো বলে, তোমায় কিছু করবে না, এটা হতে পারে না। এখানেই না থেমে শুভেন্দুকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রীর তোপ, কত নামি বেনামি সম্পত্তি রয়েছে? কতগুলো পেট্রল পাম্প রয়েছে? এদিন কার্যত হুঁশিয়ারির সুরে তৃণমূল নেত্রী বলেন, ২৪ ঘন্টা সময় দিন। ইডি, সিবিআই থাক। আমরা শুধু সঙ্গে থাকব। দেখিয়ে দেব, কোথা থেকে কী বেরোচ্ছে! 

দু’পক্ষের তীব্র বাদানুবাদের পাশপাশি এদিন সৌজন্যেরও স্বাক্ষী থাকল বিধানসভা কক্ষ। এদিন বক্তব্য শেষে শাসক দলের বিধায়কদের পাশাপাশি বিরোধী মঞ্চের দিকেও এগিয়ে যান মুখ্যমন্ত্রী। বিরোধী বিধায়কদের উদ্দেশ্যে নমস্কার করেন মুখ্যমন্ত্রী। পাল্টা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কেরা উঠে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে নমস্কার জানান। 

Comments are closed.