মানুষকে লুঠ করছে কেন্দ্র, প্রতিবাদ করলেই হিন্দু-মুসলমান দেখিয়ে দিচ্ছে; কর্মীসভা থেকে তোপ মমতার  

ধারাবাহিক মূল্য বৃদ্ধি এবং রাজ্যেকে প্রাপ্য অর্থ দিচ্ছে না কেন্দ্র, জোড়া ইস্যুতে বুধবার মোদী সরকারকে তুলোধোনা করলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। রান্নার গ্যাস থেকে পেট্রল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে এদিন তিনি বলেন, “গ্যাসের দামের ঢেউ উঠেছে যেন। একটা করে ঢেউ আসছে আর চড়চড় করে দাম বেড়ে যাচ্ছে। তৃণমূল নেত্রীর তোপ, “লুট, লুট, লুট চালাচ্ছে কেন্দ্র। মানুষের পকেট লুট করে চলেছে কেন্দ্র। আর প্রতিবাদ করলেই হিন্দু মুসলিম দেখিয়ে দিচ্ছে।’’ ঔষুধের দাম বৃদ্ধি নিয়েও এদিন কেন্দ্রকে একহাত নিয়েছেন তিনি। বলেন, ঔষুধ একটা প্রয়োজনীয় জিনিস। প্রায় সব মানুষই প্রেসার, সুগারের ঔষুধ খান, আর সেই ঔষুধের দামও বাড়িয়ে দেওয়া হল। এই সরকার মানুষ মারার সরকার।” 

কেন্দ্র রাজ্যের বকেয়া টাকা দিচ্ছে না বলেও এদিন ফের একবার সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, এখনও কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া রয়েছে ৯২ হাজার কোটি টাকা। মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্র রাজ্যকে কোনও টাকা দেয় না। রাজ্য থেকে ট্যাক্স বাবদ যে টাকা নিয়ে যায়, সেটারই একটা অংশ রাজ্যকে দেয়। কেন্দ্র বর্তমানে সে টাকাও দিচ্ছে না বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। ১০০ দিনের কাজ, ICDS-এর টাকাও কেন্দ্র দিচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। 

উল্লেখ্য, মঙ্গলবারই ১০০ দিনের বরাদ্দ টাকা না দেওয়া নিয়ে অভিযোগ করেছিলেন মমতা ব্যানার্জি। সেই সঙ্গে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছিলেন, একটি কমিটি গঠন করে এই সমস্যার সমাধান খুঁজতেন। ততদিন ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট’ ফান্ড তৈরি করে ১০০ দিনের কাজের কর্মচারীদের টাকা দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।    

Comments are closed.