বিদ্যাসাগরের মূর্তি ভেঙে বাংলায় জেতা যায় না, বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের

বিদ্যাসাগরের মূর্তি ভেঙে বাঙালিকে জেতা যায় না। আগরপাড়ার বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনের সভা থেকে মোদী-অমিত শাহকে তীব্র আক্রমণ মমতার। তাঁর অভিযোগ অমিত শাহের রোড শো চলাকালীন গোলমাল পাকানোর পরিকল্পনা আগে থেকেই করে রেখেছিল বিজেপি। মমতার কথায়, গোটাটাই প্রি প্ল্যানড।

দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের হয়ে প্রচার করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগরপাড়ার বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনের সভামঞ্চ থেকে তিনি একটি ভিডিও ক্লিপ শোনান। যাতে এক বিজেপি নেতা তাঁর সমর্থকদের ৮ ফুট লম্বা লাঠি নিয়ে অমিত শাহের রোড শোতে যেতে বলছেন। তৃণমূল এবং পুলিশের বিরুদ্ধে লড়তেই লাঠি নিয়ে যাওয়ার নিদান দেন ওই বিজেপি নেতা। পাশাপাশি কয়েকটি ভিডিও ফুটেজও দেখান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, সেই ভিডিও ফুটেজে বিজেপির তাণ্ডবের ছবি ধরা আছে। মমতার অভিযোগ, পরিকল্পনা করেই বিজেপি বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, আগুন লাগিয়েছে। এদিনই নয়াদিল্লি থেকে অমিত শাহ দাবি করেছিলেন, তাঁর উপর হামলা করার চেষ্টা হয়েছে। সিআরপিএফ না থাকলে বেঁচে ফিরতেন কিনা সন্দেহ, বলেছিলেন বিজেপি সভাপতি। বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন থেকে এরও জবাব দেন তৃণমূল নেত্রী। মমতার প্রশ্ন, ওঁনার উপর হামলা চালিয়ে কী হবে? তারপর বলেন, আমার ব্লক সভাপতিও ওঁর চেয়ে ভালো। এদিন প্রধানমন্ত্রী মোদীরও তীব্র সমালোচনা করেন মমতা। বলেন, উঁনি যত মুখ দেখাবেন, বিজেপির ভোট তত কমবে। পাশাপাশি বাংলা সবাইকে সঙ্গে নিয়ে দিল্লিতে সরকার তৈরি করবে বলেও এদিন ফের দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Comments are closed.