সারা দেশ দেখেছে কলকাতায় কী হয়েছে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে মন্তব্য মোদীর, তুললেন অমিত শাহের উপর হামলার অভিযোগ

বাংলায় বিজেপির ঢেউ দেখে ভয় পেয়েছেন দিদি। ঘাবড়ে গিয়ে অমিত শাহের উপর হামলা করা হয়েছে, বসিরহাটের টাকিতে জনসভা থেকে অভিযোগ নরেন্দ্র মোদীর।
মঙ্গলবার কলকাতায় অমিত শাহের প্রথম রোড শো ঘিরে বেনজির তাণ্ডব চলে কলেজ স্ট্রিট ও বিধান সরণির বিদ্যাসাগর কলেজে। ভাঙা হয় বিদ্যাসাগরের মূর্তি। বুধবার বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর সমর্থনে সভা করতে এসে সেই প্রসঙ্গ টেনে মোদী বলেন, কলকাতার ছবি এখন সারা দেশ দেখছে। দেশবাসী জেনে গিয়েছে, কলকাতায় কী চলছে। তারপরই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, গত কয়েকদিনে দিদি নিজের চেহারা দেখিয়ে দিয়েছেন। মোদীর দাবি, রাজ্যপাট চলে যাওয়ার ভয়ে কাঁপছেন মমতা। তাঁর অভিযোগ, কিছুদিন আগেই মমতা বলেছিলেন ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেওয়ার কথা। আর ২৪ ঘন্টার মধ্যে তা করে দেখালেন। মোদীর ঘোষণা, গালি আর ধমক দিয়ে তাঁকে আটকাতে পারবেন না মমতা, বাংলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করাই তাঁর লক্ষ্য। এদিনের সভা থেকে বিজেপির যুব মোর্চার নেত্রী প্রিয়াঙ্কা শর্মার গ্রেফতারি প্রসঙ্গেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে পোস্ট করার দায়ে গ্রেফতার করা হয়েছিল তাঁকে, সেই ঘটনা টেনে এনে প্রধানমন্ত্রীর কটাক্ষ, মমতাও তো একজন শিল্পী। মোদী বলেন, আপনি যত কদর্যভাবে পারবেন, আমার একটি ছবি আঁকুন। সেই ছবি প্রধানমন্ত্রী হিসেবে যেদিন শপথ নেবেন, তখন তাঁকে উপহার দিন মমতা। তাও দিদির বিরুদ্ধে তিনি কোনও এফআইআর করবেন না, বলে খোঁচা মোদীর। তাঁর হুঁশিয়ারি, ২৩ শে মে মমতার স্বপ্ন চূর্ণ হয়ে যাবে।

Comments are closed.