নিজের স্ত্রীর খবর রাখে না, আবার দেশ চালাবে! বাঁকুড়ার কোতুলপুরের মিটিং থেকে নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের হলফনামায় স্ত্রীকে নিয়ে যত প্রশ্নের উত্তর চাওয়া হয়েছিল, সব জায়গায় লিখেছে, ‘আমি জানি না’। এরপরই মোদীকে কটাক্ষ করে তৃণমূল নেত্রী বলেন, নিজের স্ত্রীর খবর রাখে না, আবার দেশ চালাবে!
এদিন তমলুক এবং ঝাড়গ্রামের সমাবেশ থেকে তৃণমূলকে তোলাবাজি পার্টি বলে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী। পরে বিকেলে কোতুলপুরের সমাবেশ থেকে তারও জবাব দিয়েছেন তৃণমূল নেত্রী। মোদীকে প্রশ্ন করেন, আপনার থেকে বড় তোলাবাজ আর কে আছে? নোটবন্দি করে কত টাকা তোলাবাজি করেছেন আমরা জানতে চাই। রাফাল থেকে শুরু করে কোথাও বাকি নেই। আপনি ভারতবর্ষের সব লোককে ভয় দেখাচ্ছেন। আর বড় বড় কথা।
গোটা দেশের সব রাজ্যে বিজেপি হারছে বলে এদিন ফের দাবি করেন মুখ্যমন্ত্রী। বলেন, হারের ভয়ে উল্টোপাল্টা বকছেন মোদী।
Comments