বাংলার ভোটে বাইরের গুন্ডা কেন? প্রশ্ন মমতা ব্যানার্জির

বাংলার ভোটে বাইরের গুন্ডা কেন? বহিরাগত গুন্ডাদের হাত থেকে বাংলাকে বাঁচান। ভবানীপুরে দুয়ারে সরকার ক্যাম্পে হাজির হয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিজেপির উত্তর কন্যা অভিযান নিয়েও কটাক্ষ করেন তিনি। 

রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি কেমন চলছে তা সরেজমিনে দেখতে মেদিনীপুরের জেলা শাসকের অফিসে গেছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নিজের পাড়ায় দুয়ারে সরকারের ক্যাম্পে চলে গেলেন মমতা ব্যানার্জি। সেখানে কিছু মানুষের হাতে স্বাস্থ্যসাথীর স্মার্ট কার্ড তুলে দেন মুখ্যমন্ত্রী। আবেদন জানান, দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নিজের প্রয়োজনমাফিক সুবিধা নেওয়ার। প্রশাসনকে ক্যাম্পের সংখ্যা বৃদ্ধির ব্যাপারেও নির্দেশ দেন। সেই সঙ্গে এক হাত নেন বিজেপিকে। 

২৪ ঘণ্টা আগেই মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রের একটি গলিতে সম্পর্ক অভিযানে হাজির হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বৃহস্পতিবার নিজের পাড়ায় দাঁড়িয়ে মমতা সেই বিজেপিকেই বিঁধলেন বহিরাগত অস্ত্রে। বললেন, বিজেপি দিল্লি, গুজরাতের পার্টি। ওরা ওখানেই গিয়ে বসে থাকুক। বাংলায় যে গুজরাতি মানুষেরা আছেন, তাঁদের চিন্তা নেই কারণ তাঁদের দেখভালের ভার রাজ্যের। 

শিলিগুড়িতে বিজেপির অভিযান নিয়ে মমতা জনতাকে সাবধানবানীর সুরে বলেন, বিজেপি নিজেই নিজেকে থাপ্পড় মেরে বলছে কে মেরেছে তৃণমূল জবাব দাও! বুঝুন ব্যাপারটা। 

বাংলার বাইরে থেকে বিজেপি ভোটে জিততে গুন্ডা আনছে বলে অভিযোগ মমতা ব্যানার্জির। ভোটের আগে বহিরাগত গুন্ডাদের এলাকার গেস্ট হাউস ও ছোট ছোট হোটেলে রাখা হচ্ছে। মমতা ব্যানার্জি মানুষকে এ ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেন, বহিরাগত গুন্ডাদের আটকান। বাংলাকে বাঁচাতেই হবে।  

Comments are closed.