বকেয়া ১০০ দিনের কাজের টাকা, কেন্দ্রকে তোপ দেগে নতুন পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

গত ৫ মাস ধরে ১০০ দিনের কাজের বরাদ্দ টাকা দিচ্ছে না কেন্দ্র। পশ্চিম মেদনীপুরের প্রশাসনিক সভা থেকে এমনই অভিযোগ করে মোদী সরকারকে তুলধনা করলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সমস্যা মেটাতে মুখ্যসচিবকে নির্দেশ দিলেন।

মুখ্যমন্ত্রীর কথায়, আমাদের টাকা নিয়ে চলে যাচ্ছে, অথচ কিছুই দিচ্ছে না। ৫ মাস ধরে বরাদ্দ অর্থের কিছুই দিচ্ছে না। এটা নিয়ে চিঠিও লিখেছি। কিন্তু ওরা টাকা না দিলেও তো গরীব মানুষগুলোর পেট ভরাতে হবে। কীভাবে ১০০ দিনের কাজের সমস্যা মেটানো হবে তা নিয়ে মুখ্যসচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে একটি কমিটি গঠন করতে বলেন মুখ্যমন্ত্রী। ওই কমিটি ১০০ দিনের কাজ সংক্রান্ত সমস্যা মেটানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তবে আপাতত, সমস্যা সমাধানের জন্য একটি ‘ক্রাসিস ম্যানেজমেন্ট ফান্ড’ গড়ার পরামর্শ দেন মমতা ব্যানার্জি। বলেন, পূর্ত, সেচ, কৃষি ও পঞ্চয়েত এই চারটি দফতরের নন-ট্যাকমিক্যাল কাজগুলো ১০০ দিনের কাজের মাধ্যমে করা হবে। দফতরগুলিতে শ্রমিকের জন্য বরাদ্দ টাকা ১০০ দিনের কাজ যাঁরা করেন তাঁদের দেওয়া হবে। দফতরগুলির কিছু কাজ ১০০ দিনের প্রকল্পের মাধ্যমেও করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Comments are closed.