স্বাস্থ্যক্ষেত্রে অচলাবস্থা কাটাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী, মমতার ডাকে ফের নবান্ন যাচ্ছেন ৫ সিনিয়র ডাক্তার

জুনিয়র ডাক্তাররা নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার আহ্বান ফিরিয়ে দিয়েছেন। কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে অচলাবস্থার অবসানে এবার রাজ্যের ৫ সিনিয়র চিকিৎসককে ফের নবান্নে ডেকে পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারই সুকুমার মুখোপাধ্যায়ের নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্যের ৫ সিনিয়র চিকিৎসক। সেই বৈঠকের মাঝেই মুখ্যমন্ত্রী এনআরএসের আন্দোলনরত ডাক্তারদের সঙ্গে কথা বলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। কিন্তু আসতে রাজি হননি জুনিয়র ডাক্তাররা। তাঁরা জানান, শনিবার সকালে বৈঠকের পর এবিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। শনিবার সকালে বৈঠকের পর তাঁরা জানান, নবান্নে বন্ধ দরজার ভিতর আলোচনার নিরপেক্ষতা এবং নিরাপত্তা নিয়ে তাঁরা সন্দিহান। তাই নবান্নে গিয়ে নয়, মুখ্যমন্ত্রীকেই আসতে হবে এনআরএসে। এরপরই শনিবার বিকেলের বৈঠক গুরুত্ব হারায়। সূত্রের খবর, জুনিয়র ডাক্তারদের সিদ্ধান্তের কথা জেনে, বিকেলে নবান্নে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন ৫ সিনিয়র চিকিৎসকও। কিন্তু মুখ্যমন্ত্রী এরপর যোগাযোগ করেন সিনিয়র চিকিৎসকদের সঙ্গে। তাঁদের নবান্নে আসতে আবেদন করেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর আবেদন গ্রহণ করে ডাক্তার সুকুমার মুখোপাধ্যায়ের নেতৃত্বে ৫ সিনিয়র ডাক্তার যাবেন নবান্নতে।

নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী এবং ৫ সিনিয়র ডাক্তার ছাড়াও হাজির থাকবেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী, স্বাস্থ্য সচিব, মুখ্য সচিব এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

Comments are closed.