করমণ্ডল দুর্ঘটনার উদ্ধারকাজ তাদরক করতে চান, শেষ মুহূর্তে দার্জিলিং সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী 

সোমবার দার্জিলিং যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিনই তিন দিনের জন্য পাহাড়ে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। নবান্ন সূত্রে খবর, শেষ মুহূর্তে সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে কেন এই সিদ্ধান্ত তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

যদিও তৃণমূল সূত্রে খবর, ওড়িশার ট্রেন দুর্ঘটনার কারণেই মুখ্যমন্ত্রীর এই সফর বাতিল সিদ্ধান্ত। করমণ্ডল এক্সপ্রেসে বাংলার বহু বাসিন্দা ছিলেন। বহু মানুষ মারা গিয়েছেন। আহতের সংখ্যাও প্রচুর। ইতিমধ্যেই  অনেককে রাজ্যে ফিরিয়ে আনা হয়েছে। মৃতদেহ ফিরিয়ে আনার কাজও চলছে। তার মধ্যে আবার অনেকেই নিখোঁজ। নবান্ন সূত্রে খবর, এই পুরো উদ্ধারকাজটাই মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে তদারকি করছেন। যেহেতু এখনও উদ্ধারকাজ শেষ হয়নি, সে কারণেই দার্জিলিং সফর বাতিল করেছেন মুখ্যমন্ত্রী।

এদিকে ইতিমধ্যেই মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার। সেই সঙ্গে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছেন, দলের তরফে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে।

 

Comments are closed.