অরিজিৎ জঙ্গিপুরে মেডিক্যাল কলেজ করতে চায়, ওঁকে জানিয়েছি, আমি ওঁর সঙ্গে রয়েছি : মমতা 

ইকো পার্কে কনসার্ট বাতিল এবং তা ঘিরে তৈরি বিতর্কের পরে গায়ক অরিজিৎ সিংহকে নিয়ে মুখ খুললেন মুখমন্ত্রী। এদিন মুর্শিদাবাদের সাগরদীঘিতে পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে গায়কের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি জানান, অরিজিৎ সিংহ জঙ্গিপুরে মেডিক্যাল কলেজ করতে চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন। তিনি তাতে সম্মতি দিয়েছেন, এবং সব রকমের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। 

মুখ্যমন্ত্রীর কথায়, এই মুর্শিদাবাদের ছেলে অরিজিৎ। ও আমায় বলছে এখানে জঙ্গিপুরে একটা মেডিক্যাল কলেজ করতে চায়। আমি ওকে বলেছি তুমি কর, আমি তোমার পাশে রয়েছে। সেই সঙ্গে এদিন দরাজ কণ্ঠে গায়কের প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী। 

প্রসঙ্গত, সম্প্রতি ইকো পার্কে অরিজিৎ সিংহের গানের কনসার্ট ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই অনুষ্ঠান বাতিল হয়ে যায়। এর পরেই বিজেপির একাংশ রাজ্যকে আক্রমণ করে বলে, যেহেতু ফিল্মি ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিংহ ‘রং দে তু মোহে গেরুয়া’ গান গিয়েছিলেন তাতেই নাকি তৃণমূলের ক্ষোভের মুখে পড়েছেন অরিজিৎ। যদিও তৃণমূল সে সময় এসব অভিযোগকে গুরুত্ব দেয়নি। এমনিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে গায়কের সম্পর্ক ভালোই, দু’পক্ষের ঘনিষ্ঠ মহল সূত্রে তেমনটাই খবর। রাজ্যের অনেক অনুষ্ঠানেই অরিজিৎ-কে দেখা গিয়েছে। এদিন ফের একবার মুখ্যমন্ত্রীর মুখে অরিজিৎ-এর নাম কার্যত সেই কথাই প্রমাণ করল। 

Comments are closed.