গা জোয়ারি নয়, জোর দিতে হবে জনসংযোগে: পঞ্চায়েত প্রস্তুতিতে বার্তা মমতার 

অভিষেক ব্যানার্জির পর মমতা ব্যানার্জি। স্বচ্ছ পঞ্চায়েত ভোট নিয়ে কড়া বার্তা দিলেন কর্মী সমর্থকদের। মঙ্গলবার পঞ্চায়েত ভোটের প্রস্তুতি বৈঠকে তৃণমূল নেত্রীর সাফ নির্দেশ, পঞ্চায়েত ভোটে কোনও রকমের গা জোয়ারি করা যাবে না। পাশপাশি দলীয় নেতাদের জনসংযোগ বাড়ানোর ওপরেও জোর দিতে বলেন তিনি। 

মঙ্গলবার যখন নবান্ন অভিযান ঘিরে উত্তাল গঙ্গার দুই পাড়। কার্যত একই সময় খড়গপুরের বৈঠক থেকে পঞ্চায়েত ভোটের আগাম প্রস্তুতি সারলেন মুখ্যমন্ত্রী। দুই মেদিনীপুরের বিধায়ক, সাংসদ এবং  জেলা পরিষদের সদস্যদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকেই পঞ্চায়েত ভোট নিয়ে একাধিক নির্দেশ দেন মমতা ব্যানার্জি। 

সূত্রের খবর, উপস্থিত জেলার নেতাদের মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের যে প্রকল্পগুলি রয়েছে তার সুবিধা সবাই পাচ্ছেন কিনা তা দেখতে হবে। সেই সঙ্গে পঞ্চায়েত স্থরে বকেয়া যে কাজ রয়েছে তাও দ্রুত সেরে ফেলার নির্দেশ দেন। পাশপাশি এদিন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নিয়েও ফের একবার সরব হন তৃণমূল নেত্রী। 

Comments are closed.