টিকা ব্যবস্থাপনায় সমস্ত সাহায্যের প্রতিশ্রুতি, দ্রুত জিএসটি বাবদ বকেয়া টাকা দিক কেন্দ্র, মোদীকে বললেন মমতা

প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকে রাজ্যের বকেয়া প্রাপ্য নিয়ে ফের দরবার করলেন মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রীকে তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের সঙ্গে একাধিক দেশের সীমান্ত রয়েছে, তাই যাতায়াত জারি থাকায় সংক্রমণ ছড়াচ্ছে। কিন্তু রাজ্যের করোনা পরিস্থিতি খারাপ বলে যে দাবি করা হচ্ছে বিভিন্ন মহলে তা সত্যি নয়, প্রধানমন্ত্রীকে জানান মমতা। রাজ্যে সুস্থতার হার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, পাল্লা দিয়ে কমছে মৃত্যুহার। পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে বলেও মোদীকে জানিয়েছে তিনি। 

এদিন মুখ্যমন্ত্রী টিকা ব্যবস্থাপনা নিয়ে মোদীকে আশ্বস্ত করেছেন বলে সূত্রের খবর। মমতা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব মানুষের কাছে টিকা পৌঁছে দেওয়াই লক্ষ্য। তাই কেন্দ্রের সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করা হবে। 

মুখ্যমন্ত্রী রাজ্যের প্রাপ্য নিয়ে এদিন জানিয়েছেন, এখন পর্যন্ত জিএসটি বকেয়া সাড়ে ৮ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। ওই টাকা পেলে করোনা মোকাবিলা আরও ভাল করা যেত বলেও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মমতা ব্যানার্জি। 

Comments are closed.