৩৬ হাজার চাকরিহারার পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর, তোপ দাগলেন ডিএ আন্দোলনকারীদের 

প্রাথমিকে ৩৬ হাজার চাকরিহারার পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার সাংবাদিক বৈঠক করে চাকরিহারাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, কেউ ভেঙে পড়বেন না। আমারা পাশে আছি। সেই সঙ্গে এদিন ডিএ-এর দাবিতে আন্দোলন নিয়েও তীব্র উষ্মা প্রকাশ করেছেন।

চাকরিহারাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, শুনেছি অনেকে ডিপ্রেশনে ভুগছেন। আপনাদের বলবো, মন খারাপ করবেন না। ভেঙে পড়বেন না। আমাদের সরকার মানবিক। মানুষের পাশে থাকে। আমরা আইনি লড়াই করবো। আপনাদের পাশে আছি। সেই সঙ্গে এদিন ডিএ আন্দোলনকারীদেরও একহাত নিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বলেন, আন্দলনকারী সরকারি কর্মচারীরা অফিস চলাকালীন কীভাবে আন্দলন করছেন। সেই সঙ্গে এদিন ফের একবার মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, ডিএ বাধ্যতামূলক নয়। তাঁর কথায়, ডিএ দেওয়া বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক বিষয়। টাকা থাকলে ভালবেসে কাউকে পুরস্কার দিলাম, আমি তো দিয়েছি।”

এদিন ডিএ প্রসঙ্গে কেন্দ্রের বকেয়ার ইস্যুও টেনে আনেন মুখ্যমন্ত্রী। বলেন, ৩ শতাংশ ডিএ দিয়েছি। কেন্দ্রের টাকা এনে দিন আরও ৩ শতাংশ দিয়ে দেব। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, কেন্দ্রের নিয়ম কানুন আলাদা। রাজ্য সরকারের চাকরি করছেন যখন, তখন রাজ্যের নিয়মই মানতে হবে।

Comments are closed.