সোমের মতো মঙ্গলেও জেলায় জেলায় ঝড় বৃষ্টি! আবহাওয়ার বদল নিয়ে কী জানাল হাওয়া অফিস 

সোমবার সন্ধ্যায় মুহূর্তের ঝড় বৃষ্টিতে বেশ কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গবাসীর। মঙ্গলবার সকাল থেকে রোদ ঝলমল করলেও এদিনও বৃষ্টির সম্ভবনা আছে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। যদিও মঙ্গলবার পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি থাকছে। বৃহস্পতিবারের পর থেকে কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়াও একই অবস্থা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

মাঝের কয়েকদিন অস্বস্তিকর আবহাওয়া ছিল গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। পুরুলিয়া, বীরভূম, বর্ধমানের মতো জেলাগুলোতে তো তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে চলে গিয়েছিল। তবে মোকা বিদায় নিতেই রাজ্যে বৃষ্টি ফিরেছে। সোমবার সন্ধ্যায় কয়েক মিনিটের ঝড়ে গোটা শহর কলকাতার চিত্রটাই পাল্টে গিয়েছিল। কোথাও গাছ ভেঙে পড়েছে কোথাও বিদ্যুৎয়ের খুঁটি। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবারের ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ৮৪ কিমি। মঙ্গলবারও তেমন পরিস্থিতি থাকে কিনা দেখার।

Comments are closed.