আমি চ্যালেঞ্জ করছি কোনও দুর্নীতি নেই, অন্যায় ভাবে টাকা আটকে রাখা হচ্ছে; পাওনা টাকা নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী 

খেজুরের প্রশাসনিক জনসভা থেকে ফের একবার রাজ্যের বকেয়া নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বকেয়া না মেটানোয় কেন্দ্রকে এদিনও তীব্র ভাষায় আক্রমণ করেছেন মমতা ব্যানার্জি। বিজেপির অভিযোগ প্রসঙ্গে বলতে গিয়ে এদিন তিনি পাল্টা অভিযোগ করে বলেন, কোনও দুর্নীতি হয়নি। অন্যায় ভাবে কেন্দ্র রাজ্যের টাকা আটকে রেখেছে। 

গেরুয়া শিবিরের তরফে একাধিকবার দাবি করা হয়েছে, কেন্দ্রের প্রকল্পের টাকায় রাজ্যে লাগামহীন দুর্নীতি হয়েছে। রাজ্য এখনও কেন্দ্রের টাকার খরচের হিসেব দেয়নি। যে কারণেই রাজ্যের জন্য বরাদ্দ টাকা আটকে রাখা হচ্ছে। আর এ প্রসঙ্গে উত্তর দিতে গিয়েই, তৃণমূল নেত্রীর কথায়, ওরা বলছে আমরা নাকি টাকা চুরি করেছি, কাজের হিসাব দেই নি তাই আটকে রাখা হয়েছে। আমি চ্যালেঞ্জ করছি কোনও দুর্নীতি নেই, কোনও হিসেব পেন্ডিং নেই। কেন্দ্র অন্যায়ভাবে টাকা আটকে রেখেছে। 

উল্লেখ্য, সোমবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে প্রশাসনিক জনসভা করেছেন। ওই সভা থেকে এদিন শুধু পূর্ব মেদিনীপুর জেলার জন্য ৬১২টি সরকারি প্রকল্প উদ্বোধন ও শিল্যান্যাস করেন মুখ্যমন্ত্রী। 

 

Comments are closed.