মমতা: রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকার শিল্প, পুরুলিয়ায় তৈরি হবে ফিল্ম সিটি, বিমানবন্দর  

মঙ্গলবার পুরুলিয়ার কর্মীসভা থেকে জঙ্গলমহলের জন্য একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি জানান, আগামী দিনে রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকার শিল্পের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। যার ফলে জঙ্গলমহলের কয়েক হাজার ছেলে মেয়ের কর্মসংস্থান হবে বলে জানান তিনি। 

সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, বর্তমানে পুরুলিয়ায় বহু সিনেমা, সিরিয়ালের শুটিং হয়ে থাকে। সেই কারণে হায়দ্রাবাদ ফিল্ম সিটির ধাঁচে পুরুলিয়ায় একটি ফিল্ম সিটি বানানোর পরিকল্পনা রয়েছে রাজ্যের। পাশপাশি পরিবহন ব্যবস্থা আরও উন্নত করতে পুরুলিয়ায় একটি বিমানবন্দরও তৈরি হতে চলেছে। 

এদিন প্রকল্প ঘোষণার পাশপাশি বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। ১০০ দিনের কাজে কেন্দ্র রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না বলে এদিন ফের একবার সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তাঁর তীব্র কটাক্ষ, ২০২৪ লোকসভা ভোটে বিজেপির কোনও স্থান নেই। তাঁর কথায়, ২০২৪ নো এন্ট্রি ফর বিজেপি। 

Comments are closed.