রাজ্যের বকেয়া ৫০ হাজার কোটি চেয়ে মোদীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

রাজ্যের বকেয়া টাকা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে মমতা লেখেন, বিভিন্ন খাতে রাজ্যের ৫০ হাজার কোটি টাকা পাওনা রয়েছে কেন্দ্রের কাছে। সেই টাকা চেয়েছেন তিনি। চিঠিতে মমতা ব্যানার্জি লিখেছেন, কেন্দ্রের তরফে প্রাপ্য টাকা না পেয়ে আটকে যাচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ। তাই রাজ্যের মানুষের কথা ভেবে যেন দ্রুত বকেয়া মিটিয়ে দেওয়া হয়, বলেও মোদীকে চিঠিতে লিখেছেন মমতা।

রাজ্য বাজেট পেশ করার পর কেন্দ্রের কাছে প্রাপ্য টাকার অঙ্ক জানিয়ে, সেই টাকা দেওয়ার দাবি জানিয়েছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। মুখ্যমন্ত্রীও জানিয়েছিলেন কোন কোন খাতে কেন্দ্রের কাছে রাজ্য সরকার কত টাকা পায়।

এবার মোদীকে চিঠি লিখেও একই দাবি জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি জানিয়ে দিলেন, কেন্দ্র বকেয়া টাকা না দেওয়ায় রাজ্যের মানুষের উন্নয়নের কাজ থমকে যাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে।

Comments are closed.