প্রাক্তনের জন্মদিনে শুভেচ্ছা বর্তমানের। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে জন্মদিনের শুভেচ্ছা জানাই, ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার বুদ্ধবাবু ৭৫ বছরে পা দিলেন। বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার মধ্যেও ৩রা ফেব্রুয়ারি বামেদের ডাকা ব্রিগেড সমাবেশে উপস্থিত হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে সিড়ি দিয়ে মঞ্চে উঠতে পারেননি তিনি। সভাস্থলেই একটি গাড়িতে বসে বাম নেতৃবৃন্দের বক্তৃতা শোনেন তিনি।
Comments