বৃহস্পতিবার লোকসভা ভোটের ফল বেরনোর সময় ট্যুইট করেছিলেন তৃণমূল নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের খারাপ রেজাল্ট নিয়ে আর মুখ খোলেননি তিনি। শনিবার কালীঘাটের বাড়িতে ফলের পর্যালোচনা করতে মিটিং ডেকেছেন তৃণমূল নেত্রী। তার আগে শুক্রবার লোকসভা ভোটের রেজাল্ট, সাম্প্রদায়িকতা এবং রাজ্যের পরিস্থিতি নিয়ে কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী। বাংলা, ইংরেজি এবং হিন্দি ভাষায় লেখা এই কবিতা নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কবিতার নাম ‘মানি না’।
শনিবার বিকেলের মিটিংয়ে তৃণমূল নেত্রী কিছু কড়া সিদ্ধান্ত নিতে পারেন বলে সূত্রের খবর।
Comments are closed.