আপনার পাঠানো আমে মিশে আছে বাংলাদেশের সৌরভ, ‘হাসিনা দি’কে ধন্যবাদ জানিয়ে চিঠি মমতার

‘আপনার পাঠানো আম খুব ভালো লেগেছে, আমি দু’হাত ভরে বিলিয়েছি’। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠিতে জানালেন এপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বাংলাদেশের রংপুর জেলার হাড়িভাঙা আম বিখ্যাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আম পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। মমতা ব্যানার্জি চিঠিতে লিখেছেন, আমি শুনেছিলাম রংপুরের হাড়িভাঙা আম বিখ্যাত। কিন্তু কখনও খাইনি।

কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি, রামনাথ কোবিন্দ ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য আম পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্ৰী ছাড়াও আম এসেছিল সরকারি উচ্চপদস্থ আমলাদের জন্য। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জন্যও আম উপহার হিসেবে পাঠিয়েছেন শেখ হাসিনা।

জানা গেছে তিনি প্রায় ২,২০০ কেজি আম পাঠিয়েছিলেন। সেখানে বাংলার জন্য ছিল ৪০০ কেজি আম৷

দুই বাংলার মধ্যে সৌহার্দ্য বিনিময়ে সৌজন্য হিসেবে উপহার পাঠান শেখ হাসিনা। একইভাবে কলকাতা থেকে উপহার যায় ঢাকায়। প্রতি বছরই উপহার হিসেবে দুই বাংলার মধ্যে আম-ইলিশ-শাড়ি আদানপ্রদান হয়ে থাকে।

Comments are closed.