এমবিএ চা-ওয়ালা, এমএ ইংলিশ চা-ওয়ালার পর ‘বিটেক চা-ওয়ালা’, মালদায় দোকান খুলেছেন দুই বন্ধু

এমবিএ চা-ওয়ালা, এমএ ইংলিশ চা-ওয়ালার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বি টেক চা-ওয়ালা। দুই বন্ধু বি টেক ইঞ্জিনিয়ারিং পাশ করার পর চাকরি না পেয়ে চায়ের দোকান খুলে বসেছেন। আর দোকানের নাম রেখেছেন ‘বি টেক চা-ওয়ালা’। মালদার ইংরেজবাজারের স্টেশন রোডে কানি মোড়ে একটি দোকান ভাড়া নিয়ে চায়ের দোকান চালাচ্ছেন দুই বন্ধু। নাম  রাহুল আলি ও আলমগীর খান৷ নতুন বছরের শুরু থেকে চায়ের দোকান খুলে নজির গড়েছেন তাঁরা।

তবে এই চায়ের দোকান আর পাঁচটা চায়ের দোকানের মতন নয়। দোকানের ভিতর সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। যেখানে বসে আড্ডা দেওয়ার পাশাপাশি চা খাওয়ার সুযোগ থাকছে। আর চায়ের স্বাদও একটু ভিন্ন। এই ক্ষেত্রে আলমগীর জানিয়েছেন, পড়াশোনা শেষ করার পর সেইভাবে চাকরি পাওয়া যাচ্ছিল না। তাই চায়ের দোকান খোলার ভাবনা। এমবিএ চা-ওয়ালার থেকেই অনুপ্রেরণা পেয়েছি।

দোকানের নাম কেন দিয়েছেন ‘বিটেক চা-ওয়ালা’। তাঁরা জানিয়েছেন, কলেজ জীবনে চায়ের দোকানে চা খেতে খেতে প্রচুর আড্ডা চলত। তাই চাকরি না পাওয়ার পর মনে হল চায়ের দোকান খুলতে পারলে ভালোই লাভ হবে। আর সবাই বসে আড্ডাও দিতে পারবে।  সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতেই প্রচুর মানুষ শুভেচ্ছা জানিয়েছেন তঁদের। ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন অনেকে।

Comments are closed.