ওড়িশায় তৈরি বিশ্বের বৃহত্তম হকি স্টেডিয়াম, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী 

খেলার দুনিয়ার নতুন নজির ওড়িশার। তৈরি হয়েছে বিশ্বের বৃহত্তম হকি স্টেডিয়াম। ওড়িশার রৌরকেল্লায় বীরস মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়ামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ওড়িশার তরফে দেশকে দেওয়া সেরা উপহার। উদ্বোধনের অনুষ্ঠানে এসে এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী। 

২০২৩-এ ভারতে হতে চলছে পুরুষদের হকি বিশ্বকাপ। ওড়িশার বেশ কয়েকটি স্টেডিয়ামে খেলা হবে বলে আগেই জানা গিয়েছিল। মূলত ২০২৩-এ বিশ্বকাপকে সামনে রেখেই বীরসা মুন্ডা হকি স্টেডিয়াম গড়ার পরিকল্পনা করে ওড়িশা। এদিন উদ্বোধন অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরেই ভারতীয় হকি’তে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে ওড়িশা। ভবিষ্যৎ-এ ভারতীয় হকিকে আরও উন্নত করবে এই স্টেডিয়াম। সেই সঙ্গে এই স্টেডিয়ামকে ঘিরে আরও অসংখ্য প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে বলে আমরা আশাবাদী।  

উল্লেখ্য, দীর্ঘ দিন ধরেই ভারতীয় হকি মহিলা এবং পুরুষ দলের অফিসিয়াল স্পন্সর ওড়িশা সরকার। চলতি বছরে ওড়িশা’তেই হকি বিশ্বকাপ হতে চলেছে। বিরসা মুন্ডা স্টেডিয়াম ছাড়াও ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হকি বিশ্বকাপের কয়েকটি ম্যাচ হওয়ার কথা রয়েছে। 

Comments are closed.