পথ চলা শুরু শিয়ালদহ মেট্রোর; প্রথম দিনের যাত্রীদের জন্য বিশেষ উপহার মেট্রো কর্তৃপক্ষের 

যাত্রীদের জন্য বৃহস্পতিবার থেকে খুলে গেল শিয়ালদহ মেট্রোর দরজা। ঘড়ির কাঁটায় ঠিক ৬.৫৫। সেক্টর ফাইভের উদ্দেশ্যে চাকা গোড়াল মেট্রোর। ঐতিহাসিক দিনের সাক্ষী হতে প্রথম মেট্রোতেই ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রথম যাত্রী হতে কেউ কেউ রাতেই শিয়ালদা পৌঁছে যান। কেউ আবার ভোর তিনটে থেকে লাইনে দাঁড়ান। দিনটিকে স্মরণীয় করে রাখতে এদিন প্রথম ৫০ জন যাত্রীর হাতে বিশেষ উপহার তুলে দিল মেট্রো রেল কর্তৃপক্ষ। কী সেই বিশেষ উপহার? 

জানা গিয়েছে, এদিন প্রথম ৫০ জন যাত্রীকে গোলাপ ফুল দেওয়া হয়েছে। সেই সঙ্গে ইস্ট ওয়েস্ট মেট্রোর বিবরণ সহ একটি বই তুলে দেওয়া হয় যাত্রীদের হাতে। মেট্রোর তরফে উপহার পেয়ে যারপরনাই খুশি যাত্রীরা। 

শহরের সব থেকে ব্যস্ততম মেট্রো রেল হতে চলেছে শিয়ালদহ মেট্রো। যে কারণে ভীড় সামাল দিতেও একাধিক বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এই প্রথম কোনও মেট্রো স্টেশনে ডবল ডিসচার্জ প্লাটফর্ম থাকছে। দু’দিক দিয়েই যাত্রী ওঠানামা করতে পারবে। পাশপাশি ২৭টি টিকিট কাউন্টার, ৯টি সিঁড়ি, ৫টি লিফ্ট এবং ১৮ টি চলমান সিঁড়ি রাখা হয়েছে। শিয়ালদহ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬.৫৫ মিনিটে। শেষ মেট্রো ৯.৩৫-এ। অন্যদিকে সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়বে ৬.৪০ এ। 

Comments are closed.