দুর্গাপুজো, কালীপুজোয় মধ্যরাত অবধি মেট্রো চললেও ভাইফোঁটায় কম সংখ্যক মেট্রো চলবে, জেনে নিন সময়সূচি

ভাইফোঁটার দিন কম সংখ্যক মেট্রো চলবে। ২৭ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার  ভ্রাতৃদ্বিতীয়ায় চলবে কম মেট্রো। বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ওইদিন ২৩৪ টি মেট্রো চলবে। মেট্রোর সময়সূচিতেও বেশকিছু পরিবর্তন হচ্ছে।

বৃহস্পতিবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে ১১৭ টি মেট্রো চলবে। অন্যদিকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটেও চলবে ১১৭ টি মেট্রো। এই নিয়ে মোট ২৩৪টি মেট্রো চলবে। ওইদিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬.৫০-এ। ওই একসময়ে দমদম থেকে প্রথম মেট্রো ছাড়বে কবি সুভাষের দিকে। পাশাপাশি দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টায়। সকাল ৬.৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো চলাচল শুরু হবে। রাত ৯টা ২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো পাওয়া যাবে।  ৯ টা ৩০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে। ৯টা ৪০ মিনিটে দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো পাবেন যাত্রীরা।

ভাইফোঁটার দিন ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটেও কম ট্রেন চলবে। আপ ও ডাউন মিলিয়ে সারাদিন ৯০ টি মেট্রো চলবে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টায়। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯.৩৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে রাত ৯.৪০এ শিয়ালদহগামী মেট্রো পাওয়া যাবে।

Comments are closed.