কালীপুজোয় মেট্রোর বিশেষ উপহার, মধ্যরাত অবধি চলবে ট্রেন

কালীপুজোয় মাঝরাত পর্যন্ত চলবে মেট্রো। ২৪ অক্টোবর সোমবার মধ্যরাত পর্যন্ত মেট্রো চলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত দক্ষিণেশ্বর ও কালীঘাটে আগত ভক্তদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। রাত ১২ টার সময় শেষ মেট্রো ছাড়বে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে। এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জানিয়েছে মেট্রো রেল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কালীপুজোর দিন নর্থ-সাউথ মেট্রোতে মোট ২০০ টি ট্রেন চলবে। এরমধ্যে ১০০ টি আপ ও ১০০ টি ডাউন ট্রেন চলবে। এর পরের দিন অর্থাৎ ২৫ তারিখ মঙ্গলবার পাওয়া যাবে ১৮৮ টি ট্রেন। এরমধ্যে ৯৪ টি ডাউন ও ৯৪ টি আপ ট্রেন চলবে।

কালীপুজোর দিন বিশেষ ট্রেন আপ ও ডাউন মিলিয়ে চলবে ৬ টি করে ১২ টি। এর ট্রেনগুলি চলবে রাতে। রাত ৯টা ৫৪ মিনিটে কবি সুভাষ থেকে ছাড়বে ট্রেনগুলি। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে রাত ৯টা ৪৮ মিনিটে ছাড়বে। মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, এটা বাংলা মানুষকে দীপাবলীর উপহার মেট্রোর তরফে।

Comments are closed.