অসুস্থ মিমি চক্রবর্তী, রাতেই বাড়িতে দেখে যান ডাক্তার

অসুস্থ হয়ে পড়লেন মিমি চক্রবর্তী। রক্তচাপ নেমে গিয়েছে অনেকটা। শুরু হয়েছে পেটের যন্ত্রণা। শরীরে জলের অভাব। ডিহাইড্রেশনের ফলে শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে যাদবপুরের সাংসদের। আর এরপরেই প্ৰশ্ন উঠছে কসবার ভুয়ো শিবিরে ভ্যাকসিন নিয়েই কি অসুস্থ হয়ে পড়লেন মিমি?

তাঁকে আপাতত কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা। ফোন দূরে রাখার নির্দেশ দিয়েছেন। শারীরিক ও মানসিক ভাবে অত্যন্ত বিধ্বস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী।

বৃহস্পতিবার মিমির মুখে শোনা যায়, তাঁর চিকিৎসক জানিয়েছেন, ওই ভ্যাকসিন একধরণের পেট এবং মূত্র সংক্রমণের অ্যান্টিবায়োটিক। যেটা জলে গুলে দেওয়া হয়েছে। খুব কড়া ডোজের অ্যান্টিবায়োটিক বলে জলে গুলে তা দেওয়া হয়েছে।

কসবায় ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পে তৃতীয় লিঙ্গের কিছু মানুষ আর বিশেষভাবে সক্ষম মানুষদের সঙ্গে ভ্যাকসিন নিয়েছিলেন মিমি। তাঁকে ওই ক্যাম্পে আমন্ত্রণ করা হয়েছিল। এরপরই জানা যায় ওই ভ্যাকসিনেশন ক্যাম্প ছিল ভুয়ো।

Comments are closed.