ভোটে দিয়ে বেরিয়েই কমিশনকে বিঁধলেন মীনাক্ষী

মীনাক্ষী: এবারের নির্বাচন সংযুক্ত মোর্চার জন্য খুব গুরুত্বপূর্ণ, বাংলার জন্য খুব গুরুত্বপূর্ণ

সপ্তম দফার নির্বাচনে কুলটিতে ভোট দিলেন নন্দীগ্রামের সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি। সোমবার সকালে, সপরিবারে ভোট দিতে যান তিনি। ভোট দিয়ে বেরিয়ে এসেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হলেন একুশের ভোটের অন্যতম তারকা প্রার্থী।

মীনাক্ষীর অভিযোগ, নির্বাচন কমিশন প্রথম দফা থেকেই তাদের দায়িত্ব পালনে ব্যর্থ। আর কমিশনের খারাপ ভূমিকার জেরে বাংলার সাধারণ মানুষের মনে আশঙ্কা তৈরি হয়েছে। সিপিএম নেত্রীর দাবি, বাংলার মানুষ দীর্ঘ দশ বছর বিপর্যস্ত ছিলেন। বলেন, এবারের নির্বাচন সংযুক্ত মোর্চার জন্য খুব গুরুত্বপূর্ণ, বাংলার জন্য খুব গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলি এবং কেন্দ্রের সরকারের একসঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করা উচিত ছিল, কিন্তু সেটা হয়নি।

এদিন সকালেই ভোট দিয়ে বেরিয়ে যুব তৃণমূল সভাপতি অভিষেকে ব্যানার্জি কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁর সাফ অভিযোগ, একটি বিশেষ দলকে সুবিধা করে দিতেই কমিশন কাজ করছে। তার কিছুক্ষণের মধ্যেই কমিশনের ভূমিকা নিয়ে সরব হলেন সিপিএম এর তরুণ মুখ।

Comments are closed.