করোনার বিরুদ্ধে লড়াইয়ে পরিবারের পাশে থাকতে চাই, IPL ছেড়ে বাড়ি ফিরছেন অশ্বিন

অতিমারির মধ্যে আইপিএল চলা নিয়ে আপত্তি জানিয়েছেন অনেক ক্রীড়াবিদ

আমার পরিবার ও নিকটাত্মীয়রা করোনার বিরুদ্ধে লড়ছেন। এই কঠিন সময়ে আমি তাঁদের পাশে থাকতে চাই। সব ঠিক থাকলে ফিরব। আপাতত ধন্যবাদ। 

আইপিএল ছেড়ে বেরিয়ে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। ট্যুইটে তিনি জানিয়েছেন, তাঁর পরিবার ও বর্ধিত পরিবার করোনার বিরুদ্ধে লড়াই করছেন। আমি এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকতে চাই।

দেশে যখন করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু মিছিল চলছে তখন বৈভবের ক্রিকেট লিগ কোন যুক্তিকে চলবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু সৌরভ-জয় শাহের বোর্ড আইপিএল থামিয়ে দেওয়ার কোনও কারণ দেখেনি। এই দুর্দিনে দেশের ক্রিকেটারদের মুখ বন্ধ রাখার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানিয়েছেন অভিনব বিন্দ্রা। আইপিএলের কভারেজ বন্ধ করার কথা ঘোষণা করেছে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস। 

এবার করোনার কারণে আইপিএল ছেড়ে বেরিয়ে গেলেন দুনিয়ার অন্যতম সেরা অফ স্পিনার। পরিস্থিতির দিকে তাকিয়ে বিসিসিআই কি লিগ বন্ধ রাখার কথা ভাববে? উত্তর অজানা। 

Comments are closed.