সারদা-নারদার টাকা ছড়িয়ে প্রধানমন্ত্রী হওয়া যায় না, আসানসোল থেকে মমতাকে তীব্র আক্রমণ মোদীর

ফের উন্নয়নের ‘স্পিড ব্রেকার’ বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র সমর্থনে জনসভা করেন নরেন্দ্র মোদী। সভার শুরু থেকে শেষ পর্যন্ত মমতাকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তাঁর কটাক্ষ, ‘দিদি’র প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে, কিন্তু সারদা-নারদার টাকা ছড়িয়ে প্রধানমন্ত্রীর পদ পাওয়া যায় না, বলে মন্তব্য তাঁর। মোদীর অভিযোগ, বাংলার ভোটারদের বছরের পর বছর বঞ্চনা করা হচ্ছে। যারা গরিবের টাকা লুঠ করছে তাদেরকেই তৃণমূল সরকার সমর্থন করছে। প্রধানমন্ত্রীর কথায়, এই সরকারের লক্ষ্য শুধু লুঠের ভাগ নেওয়া, উন্নয়ন নয়।
আসানসোল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগ, দুর্নীতি রুখতে তাঁর পদক্ষেপের কারণেই বিরোধীদের ক্ষোভ বেড়েছে। পাশাপাশি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে পক্ষপাতিত্বের অভিযোগ আনছে তৃণমূল, তা নস্যাৎ করে মোদী জানান, কমিশনকে ভয় দেখিয়ে লাভ নেই, পাশাপাশি মোদীকে অপমান করে কোনও লাভ হবে না বলেও দাবি তাঁর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে প্রধানমন্ত্রীর প্রশ্ন, দিদির মডেল কি দেশ সত্যিই চায়? মোদী বলেন, ‘স্পিডব্রেকার’ দিদির রাজ্যে উন্নয়ন নেই। জমি, লোহা, আর কয়লা মাফিয়ার উপর ভিত্তি করে মমতার উন্নয়নের মডেল দাঁড়িয়ে আছে বলেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। বিজেপি বিরোধী জোটকে ‘ভেজাল মহাগটবন্ধন’ বলেও ব্যঙ্গ করেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, দেশের নতুন ভোটাররা স্বচ্ছ প্রশাসন চান, দুর্নীতি নয়। অন্যদিকে, এয়ার স্ট্রাইকের সত্যতা নিয়ে মমতার প্রশ্নের প্রেক্ষিতে নরেন্দ্র মোদীর পাল্টা কটাক্ষ, জঙ্গি মৃত্যু নিয়ে কেন সংশয় প্রকাশ করছেন দিদি! গণতন্ত্রকে ‘হাইজ্যাক’ করার চেষ্টা করছে যে তৃণমূল, তাদের যোগ্য জবাব দেবে বাংলার মানুষ, বলেও মন্তব্য মোদীর।

Comments are closed.