আজ রাজ্যে ফের মুখোমুখি মোদী-মমতা, আসানসোলে প্রধানমন্ত্রী, হুগলিতে মুখ্যমন্ত্রী

আজ রাজ্যে ফের প্রধানমন্ত্রী। বাবুল সুপ্রিয়র সমর্থনে আসানসোলে জনসভা করবেন নরেন্দ্র মোদী। পাশাপাশি, অন্যান্য দিনের মতোই এদিনও তিনটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন তৃণমূল নেত্রী তিনটি সভা করবেন আরামবাগ, খানাকুল এবং বড়গাছিয়ায়।
গোটা দেশের সঙ্গে রাজ্যে তৃতীয় দফার ভোটের দিন মোদী আসানসোলে এসে কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে বিজেপির নেতা-কর্মীরা। দু’দিন আগেই বিজেপি নেতা মুকুল রায় জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীকে তিনি অনুরোধ জানাবেন বাংলা থেকে ভোটে লড়তে। কিন্তু সোমবার রাজ্যে এসে অমিত শাহ স্পষ্ট করে দেন, প্রধানমন্ত্রীর এ রাজ্য থেকে ভোটে লড়ার কোনও সম্ভাবনা নেই। তবে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অমিত শাহ। পালটা জবাব দিয়েছেন মমতাও।
২০১৪ সালে মোর্চার সাহায্য দার্জিলিং বাদে যে আসনটি বিজেপি জিতেছিল, সেটি আসানসোল। গত লোকসভার আগেও মোদী আসানসোলে বাবুলের সমর্থনে প্রচার করেছিলেন। এবার আসানসোল আসন বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে মরিয়া তৃণমূল। এই কেন্দ্রে বিজেপি সাংসদের বিরুদ্ধে তৃণমূল এবার প্রার্থী করেছে মুনমুন সেনকে।

Comments are closed.