আমপান বিধ্বস্ত এলাকা পরিদর্শন মোদী-মমতার, কী পেল বাংলা? দেখুন ফটো গ্যালারি

শুক্রবার আকাশপথে আমপান বিধ্বস্ত উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বায়ুসেনার হেলিকপ্টারে রাজারহাট, ডায়মন্ডহারবার, বাসুলডাঙা, মগরাহাট, ক্যানিং, সন্দেশখালি সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তারপর বসিরহাট কলেজে রিভিউ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী। সেখানে ত্রাণ ও পুনর্গঠনের জন্য এখনই অগ্রিম হিসেবে রাজ্যকে ১ হাজার কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এছাড়া মৃতদের পরিবার এবং আহতদের আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানান মোদী।

জানা গিয়েছে, রাজ্যে আমপানের তাণ্ডবে মৃত্যু হয়েছে ৮৬ জনের। মোট ক্ষতিগ্রস্ত ২১,৫০৭ বর্গ কিলোমিটার এলাকা। মোট আক্রান্ত ১ কোটি ৩৬ লক্ষ মানুষ। ক্ষতি হয়েছে ১০ কোটি ৫০ লক্ষ বাড়ির। ৬ লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ৫ হাজারেরও বেশি ত্রাণ শিবির চলছে।

Comments are closed.