রাজ্যপালের বিরুদ্ধে স্বজনপোষণের বিস্ফোরক অভিযোগ মহুয়া মৈত্রের, তুঙ্গে তরজা

মহুয়া মৈত্রর স্বজনপোষণ অভিযোগের প্রেক্ষিতে পাল্টা জবাব দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আর তাতেই নয়া মাত্রা পেয়েছে মহুয়া বনাম জগদীপ ধনখড় ট্যুইট-যুদ্ধ!

রবিবারই ট্যুইট করে মহুয়া জানতে চান রাজভবনে ছ’জন OSD এর নিয়োগ কীসের ভিত্তিতে হয়েছে?

২৪ ঘণ্টার মধ্যেই জবাব দেন রাজ্যপাল ধনখড়। সকাল ৯ টা ৩৭ মিনিটে আসে জগদীপ ধনখড়ের ট্যুইট।

২০ মিনিটের মধ্যে রাজ্যপালের ট্যুইটকে ট্যাগ করে মহুয়া আবার ট্যুইট করেন। লেখেন, আঙ্কেল জি’কে এখনই জানাতে হবে, ওই ৬ ওএসডির কলকাতা রাজভবনে অন্তর্ভুক্তির প্রেক্ষাপট কী? এবার বিজেপি আইটি সেলও এবার আপনাকে বাঁচাতে পারবে না। আপনার ভারতের উপ রাষ্ট্রপতি হওয়া হল না!

এবার দেখার রাজভবন কী জবাব দেয়। সব মিলিয়ে ট্যুইট পাল্টা ট্যুইটে ফের একবার তৃণমূল বনাম রাজ্যপাল সংঘাতে সরগরম বাংলার রাজনীতি।

Comments are closed.