ডাক্তারিতে ২৫০ আসন বৃদ্ধির ঘোষণা মুখ্য মন্ত্রীর, বাংলায় এমবিবিএস আসন বেড়ে হল ৪ হাজার

মেডিক্যাল পড়তে চাওয়া পড়ুয়াদের জন্য সুখবর। নয়া শিক্ষাবর্ষে রাজ্যে এমবিবিএসের আসন সংখ্যা বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জি। বাংলায় ডাক্তারি পড়ার আসন বেড়ে হল ৪ হাজার। মঙ্গলবার ট্যুইটে এ খবর জানিয়েছেন মুখ্য মন্ত্রী।
তিনি জানান, পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে এই প্রথম এমবিবিএস পড়ুয়াদের ব্যাচ শুরু হচ্ছে। যার আসন সংখ্যা ১০০ টি। পাশাপাশি দুর্গাপুরের গৌরী দেবী মেডিক্যাল কলেজে আরও ১৫০ টি এমবিবিএস আসন বাড়ানোর কথা জানান মমতা।


দেশে ডাক্তারের অপ্রতুলতা বরাবরই। তাই এমবিবিএসের আসন বৃদ্ধি নতুন আশা জাগাল চিকিৎসক মহলে। রাজ্যে আসন না পেয়ে ভিনরাজ্যে ডাক্তারি পড়তে চলে যান বাংলার বহু মেডিক্যাল পড়ুয়া। বেশ কিছুদিন ধরেই চিকিৎসকদের নানা সংগঠন এমবিবিএস পড়ার আসন বাড়ানোর দাবি তুলেছিল। সেই দাবি মেনে আরও ২৫০ আসন বৃদ্ধির কথা জানালেন মমতা।

রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রকে শক্তিশালী করতে কোভিড হাসপাতালগুলিতে আরও নার্স নিযুক্ত করার নির্দেশ দিয়েছিলেন মুখ্য মন্ত্রী। জানা গিয়েছে, কয়েকদিনের মধ্যে রাজ্যের বিভিন্ন কোভিড হাসপাতালে মোট ২ হাজার ৪৭৫ জন নার্স নিযুক্ত হচ্ছেন। নবান্ন সূত্রে আরও খবর, উত্তর ও দক্ষিণ বঙ্গ মিলিয়ে করোনা চিকিৎসার জন্য ২ হাজার ১৭৪ টি বেড বাড়ানো হচ্ছে। এর মধ্যে আইসিইউ বেডের সংখ্যা প্রায় ৬০০। বেসরকারি হাসপাতালগুলিকেও শয্যা বাড়ানোর অনুরোধ করেছে নবান্ন।

Comments are closed.