মুর্শিদাবাদে শেষযাত্রায় কাশ্মীরে নিহত ৫ বাঙালি শ্রমিক, পূর্ণাঙ্গ তদন্তের দাবি শুভেন্দুর, দেখুন ফটো গ্যালারি

বৃহস্পতিবার ভোরে দেহ নিয়ে গ্রামে পৌঁছেছিলেন ফিরহাদ হাকিম। তারপর একে একে সেখানে পৌঁছন শুভেন্দু অধিকারী, মহুয়া মৈত্ররা। শেষবার চোখের দেখা দেখতে গ্রামে তখন তিল ধারণের জায়গা নেই। আপেল বাগানে কাজ করতে গিয়ে এভাবে শ্রমিকদের নিথর দেহ ফিরবে গ্রামে, তা স্বপ্নেও ভাবেননি গ্রামবাসীরা। ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে রাজ্য সরকারের তরফে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেন শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিমরা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

 

Comments are closed.