বাংলায় আরও ২০ হাজার কোটি বিনিয়োগের ঘোষণা; মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন, মুকেশ আম্বানি 

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এসে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি। সেই সঙ্গে এবারের সামিটে উপস্থিত থেকে আরও ২০ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করলেন আম্বানি। 

এদিন ভাষণ শুরুর পরেই ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রসঙ্গ টেনে বলেন, অটলবিহারী বাজপেয়ী যেমন বলেছিলেন, আপনি সত্যিই অগ্নিকন্য। আপনার সুযোগ্য নেতৃত্বে বাংলা সত্যি সোনার বাংলা হয়ে উঠছে। মুখ্যমন্ত্রীর দক্ষতায় বাংলায় দ্রুত উন্নতি হচ্ছে বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, রাজ্যের জিডিপি এখন ১১.৫ শতাংশ। যা গোটা দেশের তুলনায় অনেক বেশি। মমতা ব্যানার্জির আমলে কর আদায় ৩ গুণ হয়েছে। 

রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার এদিন বলেন, বাণিজ্য সম্মেলনে গত ৬ বছরে বাংলায় প্রায় ৪৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি আমরা। আগামী বছরে আরও ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। তিনি জানান, বাংলা এখন পূর্ব ভারতের লজিস্টিক হাব। রিলায়েন্স বাংলা জুড়ে লজিস্টিক হাব গড়বে। আগামী ২ বছরে রাজ্যজুড়ে ১২ হাজার রিটেল আউটলেট গড়বে রিলায়েন্স। দেশ বিদেশের শিল্পপতিদেরও বাংলায় বিনিয়োগের আহ্বান জানান তিনি। তাঁর কথায়, বাংলা বিনিয়োগের আদর্শ জায়গা। আপনারা বাংলায় আসুন। 

Comments are closed.