মুম্বইয়ে ভুয়ো টিকা নিয়ে বিপাকে ২ হাজার, কলকাতায় কত? দেবাঞ্জনকে নিয়ে তরজায় বিজেপি-তৃণমূল

ভুয়ো টিকা কাণ্ডে তৃণমূলকে বিঁধতে নেমে পড়ল বিজেপি। ভুয়ো IAS দেবাঞ্জন দেবের সঙ্গে ফিরহাদ হাকিমের ছবি প্রকাশ্যে এসেছে। সেই সূত্রে বিজেপি আক্রমণ শানিয়েছে শাসক দলের দিকে। 

বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, দিলীপ ঘোষের সঙ্গে ছবি ছিল বলে বিচারপতি কৌশিক চন্দের এজলাস থেকে মামলা সরানোর দাবি করছে যারা, ফিরহাদ বা তৃণমূলের প্রথম সারির নেতাদের সঙ্গে ছবি বেরিয়ে গেলেও কেন তাঁরা জালিয়াতির সঙ্গে তৃণমূলের যোগসাজশ অস্বীকার করছে? কেন ফিরহাদ দায় স্বীকার করে পদত্যাগ করবেন না, সেই প্রশ্নও তোলে বিজেপি। 

যদিও ফিরহাদ হাকিমের পাল্টা জবাব, প্রধানমন্ত্রী আগে পদত্যাগ করুন। মেহুল চোক্সির সঙ্গে নরেন্দ্র মোদীর ছবি সবাই দেখেছে। তারপর আমার পদত্যাগ দাবি করবেন। 

এদিকে মুম্বই থেকেও একই খবর আসছে। সেখানে ভুয়ো করোনা টিকার ফাঁদে পা দিয়ে বিপাকে পড়েছেন প্রায় ২ হাজার মানুষ। মুম্বই পুলিশ ৭ টি পৃথক এফআইআর দায়ের করে তদন্তে নেমে ইতিমধ্যেই ১০ জনকে গ্রেফতার করেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, করোনার টিকার নামে জল বা স্যালাইন ওয়াটার ইঞ্জেক্ট করা হয়েছে। এদিকে কলকাতায় ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা পরীক্ষা করে দেখছেন, করোনা টিকার নামে ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব কী দিয়েছিল।

Comments are closed.