বিভিন্ন জায়গায় ক্যামেরা, আকাশে অজস্র ড্রোন; গঙ্গাসাগর মেলায় সরাসরি নজর রাখবে নবান্নও 

১০ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা। প্রত্যাশা মতোই পুণ্যার্থীদের ব্যাপক ভিড় হয়েছে। সাগর মেলা নিয়ে রাজ্যের তরফে দীর্ঘদিন ধরেই একগুচ্ছ প্রস্তুতি নেওয়া ছিল। এবার মেলার নিরাপত্তা বজায় রাখতে লাইভ সম্প্রসাচারের মাধ্যমে সরাসরি নজর রাখবে নবান্ন। প্রশাসন সূত্রে এমনটাই খবর। 

মেলা প্রাঙ্গণের একাধিক জায়গায় বসানো হয়েছে ক্যামেরা। এছাড়াও আকাশে উড়ছে অজস্র ড্রোন। ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে মেলার প্রত্যেক প্রান্তের ভিডিও সরাসরি পৌঁছে যাচ্ছে কন্ট্রোল রুমে। সেখান থেকে মেলার সব গতিবিধিতে নজর রাখছেন পুলিশ কর্মীরা। তবে জানা গিয়েছে, এবার সেই লাইভ সম্প্রচারের সরাসরি নবান্নেও পৌঁছে যাচ্ছে। সেখানে প্রশাসনের শীর্ষ আধিকারিকরা মেলার প্রতিটি গতিবিধির ওপর নজর রাখছে। প্রয়োজন মতো নির্দেশও পাঠাচ্ছেন আধিকারিকরা। 

১৫ জানুয়ারি মকর সংক্রান্তি। সেদিন মেলায় সব থেকে বেশি ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত তো বটেই বিদেশ থেকেও অসংখ্য পর্যটক আসেন গঙ্গাসাগর মেলায়। তীর্থযাত্রীদের নিরাপত্তা চূড়ান্ত করতেই এই ব্যবস্থা বলে জানিয়েছে নবান্ন। সেই সঙ্গে মেলায় কোনও অপ্রতিকর ঘটনা ঘটলে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, সেদিকটা মাথায় রেখেও লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত বলে নবান্নের তরফে জানা গিয়েছে। 

Comments are closed.