বেদখল হওয়া সরকারি জমি উদ্ধারে বিশেষ জোর নবান্নের

সম্প্রতি প্রশাসনিক বৈঠকে ভূমি ও ভূমিসংস্কার দফতরের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাল ফেরাতে তিনি দফতরের দায়িত্ব তুলে দেন অতিরিক্ত মুখ্যসচিব বিবেক কুমারের হাতে। দায়িত্ব পাওয়ার পর শুক্রবার বিএলআরও সহ দফতরের প্রায় ৫০০ আধিকারিকের সঙ্গে বৈঠক করেন বিবেক কুমার। বৈঠকে তিনি জবরদখলকারীদের হাত থেকে সরকারি জমি রক্ষার পাশাপাশি রাজস্ব ফাঁকি আটকানোর ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দিয়েছেন বলে জানা গিয়েছে।

প্রশাসনিক বৈঠকে একাধিক বিএলআরও’দের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই রেশ ধরে শুক্রবারের বৈঠকেও সবাইকে ‘সততা, স্বচ্ছতা এবং সরলতার’ সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। মানুষের হয়রানি কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে সাফ জানানো হয়েছে। বলা হয়েছে, সরকারি জমির ‘কাস্টডিয়ান’ বা দেখাশোনার মূল দায়িত্ব ভূমি ও ভূমিসংস্কার দফতরের। সেই দায়িত্ব পালন করতে হবে।

জমির দীর্ঘমেয়াদি লিজ দেওয়ার বিষয়টি উঠেছে আলোচনায়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, লিজ নেওয়ার আবেদন দীর্ঘদিন ধরে পড়ে থাকছে। সেই কারণে রাজ্যের রাজস্বও মার খাচ্ছে। তাই এই সমস্ত আবেদন ফেলে না রাখার নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের।

Comments are closed.