প্রায় ১ কোটি আবেদন; দুয়ারে সরকারে ব্যাপক সাড়া রাজ্যবাসীর 

গত বারের মতোই ব্যাপক সাড়া মিলছে দুয়ার সরকার শিবিরে। বছর শেষে প্রায় ১ কোটি আবেদন জমা পড়েছে। নবান্ন সূত্রে তেমনটাই খবর।

প্রথমে ঘোষণা করা হয়েছিল, ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দুয়ারে সরকার শিবির চলবে। কিন্তু অত্যাধিক পরিমাণ আবেদন জমা পড়ায় পরে শিবিরের দিন বাড়ানোর  সিদ্ধান্ত নেওয়া হয়। নবান্নের তরফে জানানো হয়েছে, প্রায় ৯৭ লক্ষ আবেদন পত্র জমা দিয়েছে। যার মধ্যে সবথেকে বেশি আবেদনপত্র জমা পড়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষার প্রকল্পের জন্য। প্রায় ৩৫ লক্ষ। স্বাস্থ্য সাথীর জন্যও ব্যাপক আবেদন জমা পড়েছে, প্রায় ১০ লক্ষ। এছাড়া কৃষক বন্ধুর জন্য ৮.৩৪ লক্ষ, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ৭.৬১লক্ষ।

উল্লেখ্য এই পর্বে গোটা রাজ্য জুড়ে ৮২ হাজার ৩৪৫টি শিবির খোলা হয়েছিল। এছাড়াও চলমান শিবির ছিল প্রায় সাড়ে ২৮ হাজার। তবে দুয়ারে সরকার শিবিরের এই ব্যাপক সাড়ায় স্বাভাবিক কারণেই খুশি রাজ্য প্রশাসন।

Comments are closed.