অশনির মধ্যেই ঘূর্ণিঝড় ‘করিম’ নিয়ে নতুন আশঙ্কা তৈরি হয়েছে

শক্তিক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে অশনি। কিন্তু নতুন আশঙ্কা তৈরি হয়েছে ওপর একটি ঘূর্ণিঝড় নিয়ে। আসতে চলেছে ঘূর্ণিঝড় করিম।

দক্ষিণ ভারত মহাসাগরে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। যার নাম দেওয়া হয়েছে করিম। ঘণ্টায় এই সাইক্লোনের গতিবেগ হবে ১১২ কিমি। ঘূর্ণিঝড় অশনির নামকরণ করেছিল শ্রীলঙ্কা। সিংহলি ভাষায় যার অর্থ ক্রোধ। ঘূর্ণিঝড় অশনির জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলছে। বাংলার পাশাপাশি অশনির প্রভাবে ওড়িশাতেও বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুরী, জগৎসিংহপুর, কটক, কেন্দ্রপাড়া, ভদ্রক, বালাসোরে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

Comments are closed.